Saturday, May 5, 2018

এসএসসির রেজাল্ট জানুন সবার আগে

আপনার যদি কম্পিউটার থাকে এবং নেট কানেকশন থাকে তবে এখনি ভিপিএন পরিবর্তন করে নিন। ভিপিএন পরিবর্তন করে বাংলাদেশের আইপি বাদ দিয়ে আমেরিকান যেকোন একটি আইপি নিন। ব্যাস, এবার গভঃ সাইটে গিয়ে ৮/৯ টার পর রেজাল্ট খুজুন। সঙে সঙেই পেয়ে যাবেন।

যারা একদম বেশি কিছু বুঝেন না তারা নিচের কামেন্ট বক্সে রোল নাম্বার কামেন্ট করুন। 
কামেন্ট করার নিয়ম- কামেন্ট বক্সে যাস্ট টাইপ করুন:
১) আপনার রোল
২) রেজিষ্ট্রেশন নাম্বার
৩) বোর্ডের নাম

আমরা ১০ টা থেকে ২টার মধ্যেই রেজাল্ট জানিয়ে দিবো আশা করি।

আর হ্যা, অবশ্যই আমাদের এই সহজ নিয়মটি আপনাদের ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করে রাখবেন যেন সহজেই তাদের রেজাল্ট পেতে পারে।

বিঃদ্রঃ
লেখার পাশে যে এড দেখা যায়- এটি তে ক্লিক করলেই একজন অসহায়ের কিছু টাকার ব্যবস্থা হয়ে যাবে।
আমাদের এই পরিশ্রম কেবল অসহায় মানুষদের সাহায্য করার জন্য। যদি সম্ভব হয় অবশ্যই এড দেখবেন।

কোন কারণে আমরা সমস্যায় পড়লে যে লিংকগুলো থেকে সহজেই রেজাল্ট পাবেন তার লিস্ট জানতে নিচের লিংক:


No comments:

Post a Comment