Thursday, July 19, 2018

এইচএসসি রেজাল্ট দ্রুত জানবেন যেভাবে

সাধারণত এইচএসসি রেজাল্টের দিন সরকারী ওয়েবসাইট গুলোর সার্বার জ্যাম হয়ে  থাকে যেকারণে অনেকেই বিকাল ২/৩টার আগে রেজাল্ট দেখতে পারেন না।
এই সমস্যা সমাধানে আরেকটি কার্যকরী উপায় হচ্ছে - ই বোর্ড রেজাল্টের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট নেওয়া।

বেশি কথা না বলে আমি বিস্তারিত লিখে দিচ্ছি-

(বিঃদ্রঃ এই ওয়েবসাইট থেকে যতটাকা ইনকাম হয় তার সব টাকা ই এতিম, হত দ্ররিদ্রদের লেখাপড়ার পেছনে ব্যয় করা হয়। তাই উপরে যে এড দেখতে পাচ্ছেন তাতে ক্লিক করে - আপনিও কিছু টাকার অংশিদার হোন)

১) প্রথমে নিচের লিংক এ ক্লিক করুন।
     www.eboardresults.com

২) এরপর পরীক্ষার নাম, বোর্ড ইত্যাদি টাইপ করে রোল নম্বর দিন।

আশাকরি সবার আগেই রেজাল্ট পেয়ে যাবেন।     

No comments:

Post a Comment