![]() |
Bangabandhu Satellite |
আজ রাত ২:১২ মিনিটে মহাকাশে যাচ্ছে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।
যুক্তরাষ্ট্রে এ নিয়ে প্রবাসীদের আগ্রহ চোখে পড়ার মত। যদিও বাংলাদেশে রাজনৈতিক ভেদাভেদের কারণে তেমন আগ্রহ চোখে পড়ছে না কিন্তু যারা প্রযুক্তি সম্পর্কে কিছুটা হলেও যানেন তারা কিন্তু ঠিকই অধীর আগ্রহে কাউন্টডাউন করে যাচ্ছেন- কখন সেই মহেন্দ্রক্ষণ আসবে।
অনেকেই আজকে আমাদের মেসেজ দিয়ে জানিয়েছেন কিভাবে রকেট লাউঞ্চ সরাসরি দেখা যাবে? আমরা তাদের জন্যই আজকের এ লেখাটি পোস্ট করেছি যেন মানুষ সহজেই এটি দেখতে পারে।
![]() |
Bangabandhu Satellite |
সাধারণত রকেট লাউঞ্চের সময় স্পেসেক্স তাদের ওয়েবসাইটে সরাসরি দেখায়। বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপনও স্পেসেক্স তাদের ওয়েবসাইটে সরাসরি দেখাবে।
সরাসরি রকেট লাউঞ্চ দেখার জন্য স্পেসেক্সের ওয়েবসাইটের লিংক:
সরাসরি রকেট লাউঞ্চ দেখার জন্য স্পেসেক্সের ওয়েবসাইটের লিংক:
এছাড়া "ফ্লাইট নাউ" তাদের ওয়েবসাইটে প্রতিক্ষণের আপডেট সহ সরাসরি সম্প্রচার করে থাকে।
ফ্লাইট নাউ এর ওয়েবসাইটের লিংক:
ফ্লাইট নাউ এর ওয়েবসাইটের লিংক:
শুধু তাই নয় আপনি চাইলে ইউটিউব চ্যানেল থেকেও পুরো লাউঞ্চিং এর লাইভ দেখতে পারবেন সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে Bangabondhu Satelite 1 live লিখে সার্চ দিলেই সরাসরি দেখানো ভিডিওটি পেয়ে যাবেন।
অথবা আপনি স্পেসেক্সের ইউটিউভ চ্যানেলে থেকেও এটি দেখতে পারেন।
সরাসরি ইউটিউবে ভিডিও দেখার জন্য লিংক:
অথবা আপনি স্পেসেক্সের ইউটিউভ চ্যানেলে থেকেও এটি দেখতে পারেন।
সরাসরি ইউটিউবে ভিডিও দেখার জন্য লিংক:
আশাকরি রকেট লাউঞ্চিং সফল হবে।
আপনি, আমি, আমরা আজকে মুখিয়ে থাকবো শুভ কামনা নিয়ে-
সফল হোক- বাংলাদেশের মহাকাশযাত্রা।
আপনি, আমি, আমরা আজকে মুখিয়ে থাকবো শুভ কামনা নিয়ে-
সফল হোক- বাংলাদেশের মহাকাশযাত্রা।
No comments:
Post a Comment