Wednesday, March 14, 2018

খালেদা জিয়াকে কেন ছাড়া হচ্ছে না?

রাজনীতিতে আপনি যখন অপরিপক্ক হবেন কেবল তখনই আপনি কল্পনা করবেন যে- হয়তো খালেদা জিয়া আজই জেল থেকে ছাড়া পেয়ে দিব্যি ঘুরে বেড়াবে! কিন্তু বাস্তবতা তার পুরো উলটো।
খালেদা জিয়া
কল্পনার জগত থেকে একটু বের হয়ে আসুন। খালেদা জিয়াকে এত সহজে সরকার ছাড়বে না অথবা ছাড়লেও দেশ ছাড়ার ছাড়পত্র নিয়ে বেগম জিয়াকে জেল থেকে বের হয়ে আসতে হবে।
রাজনীতি হচ্ছে বুদ্ধির খেলা। অবুদ্ধাদের এখানে ঠায় তেমন হয় না।
খালেদা জিয়া বয়সে পুরো বৃদ্ধ তারপর আবার তিন বারের সাবেক প্রধানমন্ত্রী। যেখানে ডেসটিনির মহাপরিচালক হাজার হাজার কোটি দুর্নীতির দায় মাথায় নিয়েও জামিনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সেখানে খালেদা জিয়ার জেলে যাওয়া তো দুরের কথা, উনাকে এতবার আদালতেও যেতে হত না। কিন্তু দুর্ভাগ্যজনক তিনি রাজনৈতিক ভিন্ন মতাদর্শের অনুসারি।
বাংলাদেশের রাজনীতি এক ভিন্ন ধরনের নীতি নিয়ে চলে। তোমাকে হারাতে আমার যা করা দরকার তাই আমি করবো। 
কেবল এই নীতির কারনেই খালেদা জিয়া আজকে জেলের গ্লানি টেনে বেড়াচ্ছেন। 
যদি তিনি দুর্নীতি করেও থাকেন তবে এই বয়সে এসে সেই দুর্নীতির টাকা ফেরত দেওয়ার মধ্যেই মামলাটা নিষ্পত্তি হতে পারতো কিন্তু তা যে হবে না এটা রাজনীতির মারপ্যাচে আগেই টের পাওয়া যায়। 
এখানেই কি সমাপ্তি? না। বরং আজ খালেদা জিয়া জেল থেকে বের হয়ে সরকার গঠন করুক তারপর দেখা যাবে পাটকেলটি শেখ হাসিনার ঘরে গিয়ে পড়বে। হাসিনা জেলে যেতে বাধ্য থাকিবে।
এরকম খেলা চলতেই থাকবে।
শেষ হবে শেষ অবধি।

No comments:

Post a Comment